জন্মাষ্টমী থেকে শুরু হচ্ছে গো-সাফারি

জয়পুর, ২৮ জুনঃ পর্যটকরা রাজস্থানে পেতে পারেন নতুন অভিজ্ঞতা। আগামী ২ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন থেকে শুরু হতে চলেছে গো-সাফারি। এই উদ্যোগ নিয়েছে একটি গোশালা। গরুর গাড়িতে চড়ে ১২ একর জমিতে ঘুরতে পারবেন পর্যটকরা। জানা গিয়েছে, হিঙ্গাউনিয়া গোশালায় থাকা গরুগুলি নিয়ে সাফারির ব্যবস্থা করা হচ্ছে।

আগে এই গোশালাটি রাজস্থান সরকারের অধীনে ছিল। ২০১৬ এর পর গোশালাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে। এই সংস্থার আধিকারিক রাধাপ্রিয়া দাস জানিয়েছেন, সাফারিতে প্রাথমিকভাবে তিনটি গরুর গাড়ি থাকবে। গোশালাটিতে ২২,০০০ গরু আছে। তার মধ্যে ১০টি প্রজাতির ২০০ থেকে ৩০০টি গরু সাফারিতে রাখা হবে। ভবিষ্যতে অন্য রাজ্যগুলি থেকে আরও ২০টি প্রজাতির গরু নিয়ে আসা হবে। গোশালায় পর্যটকরা চাইলে যাতে আরও সময় কাটাতে পারেন, তার জন্য থাকবে কটেজ। দেশে এই প্রথম গো-সাফারির ব্যবস্থা করা হচ্ছে। মানুষ যাতে গরুর বিষয়ে আরও জানতে পারেন এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, তার জন্যই এই উদ্যোগ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lE6nu5

June 28, 2018 at 09:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top