ঢাকা, ২২ জুন- কারাগারের কয়েদিদের জন্য সংগীতশিল্পী আসিফ আকবর কনসার্ট করার উদ্যোগ নিয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সঙ্গীতশিল্পী শফিক তুহিনের করা মামলায় সম্প্রতি জেলে যেতে হয় তাকে। সেখানে গিয়ে কয়েদিদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে তার। এরপরই তিনি এ উদ্যোগ নিয়েছেন। আসিফ আকবর জানান, ডেপুটি জেলার ও কয়েদিদের অনুরোধে কারাগারে একটি কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছি। জেল সুপারও বিষয়টি ঐকমত্য পোষণ করেছেন। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। কারণ ১৪ হাজার কয়েদি দর্শক হবেন। তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে কনসার্টের দিনক্ষণ ঠিক করা হবে। জেলের অভিজ্ঞতা বিষয়ে আসিফ বলেন, কখনো কারাগারে যেতে হবে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে- জীবনে সবারই একবার আসিফ আকবর-এর মতো কারাগারে যাওয়া উচিত। কারা কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছেন। আমি যেখানে ছিলাম, সেখানে আরও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত কয়েদিরা ছিলেন। কিছুক্ষণ পর সবার সঙ্গে মিশে যাই। আস্তে আস্তে সবার সঙ্গে সম্পর্ক হয়ে গেল। আড্ডা দেওয়া শুরু করলাম। সবার পারিবারিক কাহিনী শুনলাম। সবার সঙ্গে সম্পর্কটা পারিবারিক হয়ে গেছে। আমার আসার সময় তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৩:২২/ ২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MhckbR
June 22, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top