রাঁচি, ৬ জুনঃ ট্রেনের কামরা থেকে লাইট-হেডফোন-ফ্যান এমনকি বেসিন চুরির ঘটনাও ঘটেছে। তবে এবার কিনা চুরি গেল ট্রেনের কামরা? হ্যাঁ আপাতত এটাই সত্যি।
চোরের নজর পড়েছে রাজধানী এক্সপ্রেসের নতুন ঝকঝকে বিলাসি কামরা।
অভিযোগ, সম্প্রতি নয়াদিল্লি থেকে রাঁচিগামী রাজধানী এক্সপ্রেসের নতুন কোচ চুরি গিয়েছে। তবে সেটা কারশেড থেকেই চুরি গিয়েছে। তবে কোথায় বা কী ভাবে এ ঘটনা সম্ভব হল, তা নিয়ে হতবাক রাঁচি ডিভিশনের রেলকর্তারাও। তবে কোচ চুরি নিয়ে কোনো সূত্রই নাকি পাচ্ছেন না তাঁরা!
সূত্রের খবর, রাঁচি রেল ইয়ার্ড থেকেই নাকি চুরি গিয়েছে কোচ। রেলকর্তারা মনে করছেন, এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র। অনুমান করা হচ্ছে বড় মাথা ও চক্র এর পেছনে কাজ করছে।
এমনিতেই যাত্রীরা ভারতীয় রেলে রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশ্ন তোলেন। রাজধানীর মত প্রিমিয়াম ট্রেনের নতুন কোচ চুরি হয়ে যাওয়ার ঘটনায় ফের উঠে আসছে রেলের গাফিলতিই। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M582VB
June 06, 2018 at 10:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন