নয়াদিল্লি, ২০ জুনঃ বলবিকৃতির অভিযোগে সাসপেন্ড হলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডিমল। একটি টেস্ট ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ চলছে তার ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না তিনি। আইসিসি জানিয়েছে চনিডিমলকে দুটো সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে এবং তিনি ম্যাচ ফি-র ১০০ শতাংশ দেবেন।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন কাণ্ড ঘটিয়েছিলেন চণ্ডিমল। আইসিসির তরফে জানানো হয়েছে, চণ্ডিমল কিছু খেয়ে তার লালা ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছিলেন। যা আইসিসি-র নিয়ম বহর্ভূত। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, পকেট থেকে কিছু একটা বের করে মুখে দেন চণ্ডিমল। তার পর কয়েক সেকেন্ড বাদেই মুখ থেকে লালা বের করে বলে মাখান। বাকি জিনিসটা তাঁর মুখে ভেতরেই ছিল। শুনানির সময় চণ্ডিমল বলেন, তাঁর তেমন কিছু মনে পড়ছে না।
বারবাডোজের ব্রিজটাউনে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগেই দলের অধিনায়ককে সাসপেন্ড করেছে আইসিসি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K6KNfC
June 20, 2018 at 07:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন