বিশ্বের সবচেয়ে বড়ো গম্বুজ তৈরি হচ্ছে পুনেতে

পুনে, ২৯ জুনঃ বিশ্বের সবচেয়ে বড়ো গম্বুজ তৈরি হতে চলেছে পুনের ময়িরের এমআইটি কলেজ চত্বরে। গম্বুজ নির্মাণের কাজ চলছে এখন। গম্বুজের মোট ব্যাসার্ধ ১৬০ ফুট। ভ্যাটিকান শহরের সেন্ট পিটারস গির্জার গম্বুজ ছিল এতদিন পর্যন্ত সবচেয়ে বড়ো।

এই গম্বুজটি ব্যবহার করা হবে প্রার্থনার হল হিসেবে। পাশাপাশি থাকবে একটি লাইব্রেরিও। যার নাম হবে ‘ওয়ার্ল্ড পিস লাইব্রেরি’। এখানে থাকবে বহু ধরনের বই, সঙ্গে বেশ কিছু দুর্লভ বইয়ের কালেকশনও থাকবে। প্রায় সাড়ে তিন হাজার লোক একসঙ্গে ঢুকতে পারবেন এই গম্বুজে।

প্রার্থনা হলের ভেতর থাকবে দার্শনিক, বিজ্ঞানী, স্বাধীনতা সংগ্রামী ও বিভিন্ন সাধু সন্ন্যাসী সহ ৫৪ জন বিখ্যাত ব্যক্তির মূর্তি। ২০১৬ সালে এই গম্বুজের নির্মাণ কাজ শুরু হয়। আগামী এক থেকে দুমাসের মধ্যে পুরো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tPjLPQ

June 29, 2018 at 06:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top