মুম্বই, ২৭ জুনঃ মহারাষ্ট্রের নাসিকে টেস্ট ফ্লাইট চলার সময় ভেঙে পড়ল সুখোই বিমান। নিরাপদে বেরোতে পেরেছেন বিমানের দুই পাইলট। যুদ্ধবিমানটি সম্পূর্ণ না হওয়ায় এখনও পর্যন্ত তা ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত ছিল না।
হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের Su-30MKI বিমানটি নাসিক থেকে ২৫ কিলোমিটার দূরে পিম্পালগাঁও বাসওয়ান্ত টাউনের কাছে ওয়াভিতুসি গ্রামে বেলা ১১.৫ নাগাদ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত অন্তত আটটি সুখোই-30MKI ভেঙে পড়েছে। রাশিয়া থেকে ১২ বিলিয়ন ডলারের চুক্তিতে ২৭২টি সুখোই-30MKI কিনেছে ভারতে। তার মধ্যে ২৪০টি হাতে পেয়েছে বায়ুসেনা। লাইসেন্স নিয়ে এগুলি তৈরি করছে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yLvW5J
June 27, 2018 at 02:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন