জল-ডাকাতি রুখতে তালাবন্দি জলের ড্রাম

জয়পুর, ১ জুনঃ  টাকা, সোনা-গয়না নয়, জল-ডাকাতি হচ্ছে রাজস্থানে। শুনতে অবিশ্বাস্য লাগলেও গ্রীষ্মে ফুটিফাটা মরু-রাজ্যে এমনই শোচনীয় অবস্থা। সবচেয়ে খারাপ অবস্থা রাজস্থানের ঝুনঝুন জেলার পরশরামপুরা গ্রামের। তাই এই গ্রামের বাসিন্দারা জলের ড্রামও তালাবন্ধ করে রাখছেন। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘আমরা কখনও ভাবিনি এরকম দিন আসবে। যেদিন জলও-ডাকাতি হবে। বর্তমানে আমাদের কাছে সোনা, রুপোর থেকেও মূল্যবান জল।’

বর্তমানে পরশরামপুরা গ্রামের তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে পানীয় জলের একমাত্র উৎসস্থল হিন্দুস্থান জিঙ্ক লিমিটেড। এই সংস্থা সপ্তাহে একদিন  গ্রামের বাসিন্দাদের মধ্যে জল বিতরণ করে। কিন্তু প্রত্যেক পরিবার যে পরিমাণ জল পায়, তা দিয়ে সম্পূর্ণরূপে জলের অভাব মেটে না। এই পরিস্থিতিতে জলকষ্ট নিবারণ করতে পরশরামপুরার বাসিন্দারা একে-অন্যের বাড়ি থেকে জল চুরি করছে।

ছবিঃ সংগৃহীত

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sy4PVK

June 01, 2018 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top