দিনহাটা, ২০ জুনঃ বিএসএফের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে পথ অবরোধে নামলেন গীতালদহ এলাকার মৎস্যজীবীরা। বুধবার সকালে থেকে গিতালদহের হরিরহাট বাজারে পথ অবরোধ শুরু করে এলাকার মৎস্যজীবী সমিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
অবরোধকারীদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তের ভোরামপয়েস্টি এলাকায় একটি বিলে চারজন মৎস্যজীবী মাছ ধরতে গেলে কর্তব্যরত বিএসএফ কর্মীরা তাদের হেনস্থা করেন। এমনকি দীর্ঘক্ষণ সেখানে ওই মৎস্যজীবীদের আটকে রাখা হয়। বুধবার ওই বিলে মাছ ধরতে গেলে ফের তাঁদের বাধা দেন বিএসএফ কর্মীরা।
স্থানীয় মৎস্যজীবী সমিতির ম্যানেজার মানিক বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে ওই বিলে মাছ ধরে আসছেন মৎস্যজীবীরা। কিন্তু এ বছরই তাঁদের এমন ঝামেলার সম্মুখীন হতে হয়। এমনকি বিএসএফ ওই বিল কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যদিও এ ব্যাপারে বিএসএফের তরফে কোন রকম প্রতিক্রিয়া মেলেনি।
সংবাদদাতাঃ আবির ভট্টাচার্য
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K9LCoc
June 20, 2018 at 01:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন