ভারতের সঙ্গে বৈঠক স্থগিত করল আমেরিকা

ওয়েব ডেস্ক, ২৮ জুনঃ কথা ছিল ৬ জুলাই বৈঠক হবে। দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একসঙ্গে কথা বলবেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মিশেল পম্পিও এবং প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিসের সঙ্গে। কিন্তু সেই বৈঠক স্থগিত করে দিল আমেরিকা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করে জানিয়েছেন, পম্পিও ফোন করে কথা বলেছেন বিদেশমন্ত্রীর সঙ্গে। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, কিছু জরুরি কারণে ওইদিন বৈঠক হবে না। পরে দু-দেশের সুবিধামতো আলোচনার দিন ঠিক হবে।

গত কয়েকদিন ধরে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে টানাপোড়েন চলেছে। ভারতীয় পণ্য আমদানির উপর আমেরিকা শুল্কের পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয়। পালটা ভারতও মার্কিন পণ্য আমদানিতে শুল্কের হার বহুগুণ বাড়িয়ে দেয় ভারত। রাজনৈতিক মহলের ধারণা, আমদানি শুল্ক নিয়ে ওই বিরোধে জেরে ভারতের উপর চাপ বাড়াতেই বৈঠক স্থগিত করল আমেরিকা।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N44L9z

June 28, 2018 at 10:45AM
28 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top