নয়াদিল্লি, ২০ জুনঃ হকিকে সরকারিভাবে ভারতের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি চিঠিতে লিখেন, এ বছরের নভেম্বরে ওড়িশায় হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েই তাঁর নজরে আসে, হকিকে সকলে জাতীয় খেলা হিসেবে জেনে এলেও, এটি কোনোদিন সরকারি স্বীকৃতি পায়নি। এরপর তিনি বলেন, সারা দেশে যে খেলার কোটি কোটি ভক্ত রয়েছে, সেই খেলা সরকারিভাবে জাতীয় খেলার স্বীকৃতি পাওয়ার যোগ্য। এর মাধ্যমে দেশকে গর্বিত করা মহান হকি খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানানো যাবে।
অলিম্পিকে হকিতে আটবার সোনা জিতেছে ভারত। ওড়িশায় এই খেলা বেশ জনপ্রিয়। এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের স্পনসর হয়েছে ওড়িশা সরকার। এবার হকিকে সরকারিভাবে জাতীয় খেলার স্বীকৃতি পাইয়ে দিতে এগিয়ে এল ওড়িশাই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MJnyGT
June 20, 2018 at 09:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন