চিনে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১৮, আহত ১৪

বেজিং, ৩০ জুনঃ চিনে যাত্রীবোঝাই একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে চিনের ইউনান প্রদেশে হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় দুটি গাড়িরই যথেষ্ট ক্ষতি হয়েছে। হতাহতরা সকলেই ওই বাসের যাত্রী। গাড়ি দুটির গতিবেগ বেশি থাকায় এই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান।

প্রসঙ্গত, চিনে অত্যধিক গতিবেগে চলার জেরে গাড়ি দুর্ঘটনার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। হু (বিশ্বস্বাস্থ্য সংস্থা)-র তথ্য অনুযায়ী, প্রতি বছর চিনে পথ দুর্ঘটনায় প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tS8huW

June 30, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top