মুম্বাই, ২৪ জুন- বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা ও তার স্বামী ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে মানহানির নোটিস পাঠানো হয়েছে। শনিবার তাদের কাছে এই নোটিসটি পাঠিয়েছেন আরহান সিংহ নামে এক ব্যক্তি। খবর: আনন্দবাজারের। সম্প্রতি গাড়ি থেকে রাস্তায় প্লাস্টিক ফেলেছিলেন আরহান। আর তা দেখে রাগ সামলাতে না পেরে নিজের গাড়ি থামিয়ে আরহানকে পরিচ্ছন্নতার শিক্ষা দেন আনুশকা শর্মা। এ সময় দৃশ্যটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিরাট কোহলি। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বিরাট লিখেছিলেন, দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? আপনিও যদি এমন কিছু দেখেন, তাহলে একইভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট দিয়ে তার সম্মানহানি করা হয়েছে- এমন কারণ দেখিয়ে বিরাট ও আনুশকাকে আইনি নোটিস পাঠালেন আরহান। ভারতীয় সংবাদমাধ্যমকে আরহান বলেন, আমার পক্ষ থেকে আইনি উপদেষ্টারা বিরাট ও আনুশকাকে নোটিস পাঠিয়েছেন। বল এবার তাদের কোর্টে। বিরাট কোহলি ওইদিন ভিডিও পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় আরহান সিংহ লেখেন, আনুশকার ব্যবহার দেখে তিনি রীতিমতো অবাক! আরহান লিখেছিলেন, এই পোস্ট থেকে কোনো প্রচার পাওয়ার উদ্দেশ্য আমার নেই। ভয়ঙ্কর! গাড়ি চালাতে গিয়ে অসচেতনভাবে আমি এটা ছোট প্লাস্টিক রাস্তায় ফেলেছিলাম। আচমকাই দেখি গাড়ি থামিয়ে আনুশকা চিৎকার করছেন। আমার অসচেতনতার জন্য আমি ক্ষমা চাইছি। তবে আনুশকার ব্যবহারও অত্যন্ত নিন্দনীয়। আরহানের মা গীতাঞ্জলি এলিজাবেথও বিরাট-আনুশকার সমালোচনা করে লেখেন, সোশ্যাল মিডিয়ায় তার ছেলের মুখ ব্লার করা হয়নি। জনসমক্ষে রীতিমতো তার ছেলেকে হেনস্থা করা হয়েছে। Saw these people throwing garbage on the road pulled them up rightfully. Travelling in a luxury car and brains gone for a toss. These people will keep our country clean? Yeah right! If you see something wrong happening like this, do the same spread awareness. @AnushkaSharma pic.twitter.com/p8flrmcnba Virat Kohli (@imVkohli) June 16, 2018 সূত্র: যুগান্তর আর/১০:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ty3Ipm
June 25, 2018 at 05:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top