লস অ্যাঞ্জেলেস, ০২ জুন- অল্প বয়সে বিশ্বখ্যাতি প্রাপ্তদের মধ্যে জাস্টিন বিবার অন্যতম। এই অল্প বয়সেই জাস্টিন বিবার অগনিত মেয়ের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার তার মতই বিশ্বখ্যাত তারকা। সেলিনা গোমেজ এর নামটা এসে যায় সামনে। জাস্টিন বিবার ও সেলিনা গোমেজের প্রেম বিষয়ে সবার জানা। অনেক দিন প্রেমের সুতো গাঁথা ছিলেন তারা। তাদের সেই সম্পর্কের সুতো ছিঁড়ে গেছে অনেক দিন আগেই। তাদের ভক্তদের জন্য সুখবর হল আবারও জোড়া লাগতে যাচ্ছে তাদের সম্পর্ক। অনেক দিন আলাদা থাকলেও তারা একে অপরকে মিস করেন। জাস্টিন বিবারের ঘনিষ্ট এক সূত্র হলিউড লাইফকে বলেন, জাস্টিন ও সেলিনা যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন ঠিকই কিন্তু জাস্টিন এখনও সেলিনার ইনস্ট্রাগ্রাম এ নজর রাখছেন। সেলিনা সম্প্রতি ব্যাক টু ইউ শিরোনামে একটি গান পোস্ট করছেন। গানের কিছু কথা থেকে বুঝতে পারা যায় যে সেও জাস্টিনকে নিয়ে ভাবছে। কেন তার মনে হচ্ছে যে সেলিনা এখনও জাস্টিন বিবারকে নিয়ে ভাবছেন? এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, গত ৩১ মে, কিছু লেখাসহ একটি ছবি পোস্ট করেন। তাতে লেখা ছিলো, আই নো আই উড ব্যাক টু ইউ । অপর একটি পোস্টে লেখা ছিলো আই ওয়ানা হোল্ড ইউ, হোয়েন আই এ্যাম নট সাপোসড্ টু । সেলিনার পক্ষ থেকে জাসথিনের জন্য এটা একটি বার্তা নয় কি! তবে এখনও বিষয়টা ধোঁয়াশাই রয়ে গেছে। কেননা,সেলিনার গানের সম্পূর্ণ ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে সেলিনার হৃদয়ে জাস্টিন বিবারের জন্য অনুভূতির জন্ম হচ্ছে কিনা। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JpzsH8
June 02, 2018 at 11:31PM
02 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top