কলকাতা, ৮ জুনঃ আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত (৯৯.২ শতাংশ)। পাঁচ বছরে প্রথম কলাবিভাগে কেউ প্রথম হলেন। ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আছেন তমলুক হ্যামিলটন স্কুলের ঋত্বিককুমার সাহু। তৃতীয় স্থানে আছেন দুজন। তিমিরবরণ দাস ও শাশ্বত রায়। চতুর্থ হুগলী উত্তরপাড়া মডেল স্কুলের সৌরদীপ নাথ, উত্তর দিনাজপুর ইসলামপুর হাই স্কুলের সায়ন কুমার দাস, অর্কদীপ গুইন (বর্ধমান), জয়দীপ ভৌমিক, অন্নয় চট্টোপাধ্যায় (বাঁকুড়া), জয়দীপ ভৌমিক, অর্ণব চট্টোপাধ্যায় (বাঁকুড়া),দিব্যদূত শ্বাসমল (সিঙ্গুর মহামায়া হাইস্কুল)।পঞ্চম স্থান হখল করেছে অর্ঘ্দীপ্তা ঘোষ (যাদবপুর বিদ্যাপীঠ), আর্য সামন্ত (পশ্চিম মেদিনীপুর রামকৃষ্ণ বিদ্যাভবন), মহম্মদ সইফুল ইসলাম (পাণ্ডুয়া শশিভূষণ সাহা হাইস্কুল), সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ, রমিত দত্ত (দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ), অনিমা গড়াই (রানিবাঁধ হাইস্কুল) অনুভব চক্রবর্তী(পুরুলিয়া জেলা স্কুল), সৌভিক রাজ মাইতি(কোলাঘাট স্কুল), অরিত্র রায় (পাথফাইন্ডার হাইস্কুল, যোধপুর পার্ক)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৬। ষষ্ঠ হয়েছে তন্নিষ্ঠা মণ্ডল (পাঠভবন), মধুরিমা মুখোপাধ্যায় (উত্তরপাড়া গার্লস হাইস্কুল), নয়নিকা রায় (বালুরঘাট ললিলতমোহন হাইস্কুল), সাগ্নিক তালুকদার (নবনালন্দা), কিশলয় সরকার (চাকদহ), দেবদত্তা পাল (বিনোদিনী গার্লস হাইস্কুল), সপ্তর্ষি মণ্ডল (ঝিকড়া হাইস্কুল), দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (কাশীরাম দাস ইন্সটিটিউশন), কুন্তল বিচ (আরামবাগ হাইস্কুল)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৫। সপ্তম স্থানে রয়েছে দিশা ঘোষ (বেথুন কলেজিয়েট স্কুল), ঋতিকা কাঞ্জিলাল (শিলিগুড়ি গার্লস হাইস্কুল), ঋদম কুমার দাস (আলিপুরদুয়ার), অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায় (সিঙ্গুর মহামায়া হাইস্কুল), দেবজিত্ দে (বিড়া বল্লভপাড়া হাইস্কুল)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৪। অষ্টম অর্ঘ দে (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), দেবশুভ্র চক্রবর্তী(মুর্শিদাবাদ), বিষ্ণু বিশ্বাস (নদিয়া), রাজশেখর চট্টোপাধ্যায় (ইছাপুর), রৌণক পাত্র (বাঁকুড়া), বিশ্বজিত্ দত্ত-বাণিজ্য (উ.২৪ পরগনা), অনিশা মণ্ডল (কোটাপুর হাইস্কুল), সায়ন্তন চক্রবর্তী(বর্ধমান), অনন্যা ঘোষ (কাঁচরাপাড়া), শ্রেয়াংশ চট্টোপাধ্যায় (নরেন্দ্রপুর), কৃষ্ণেন্দু কুণ্ডু (বাঁকুড়া)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৩।নবম হয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় (বিদ্যাভারতী), বিকাশ রাজ পাল (হুগলি), প্রত্যুষা সাহা(বালুরঘাট), নিশা যাদব (কলকাতা), দীপ্তম জানা (পশ্চিম মেদিনীপুর), সৌভিক চন্দ (আরামবাগ), অনুশ্রী, সুরজিত্ মাতব্বর (কালনা), আফরোজা বানু (সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসা, জলপাইগুড়ি), সৌমেন মাজি (পূর্ব মেদিনীপুর), অভিক ঘোষ(বর্ধমান, সরফরাজ আলম(কোচবিহার), সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় (হুগলি), জাহ্নবী পাল (কোচবিহার), অর্পণ দ্বিবেদী (ঝাড়গ্রাম)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮২। দশম স্থানে রয়েছে তীর্থশঙ্কর (নবনালন্দা), শ্রাবণী দত্ত(হুগলি), জয়েশ সাহা (নরেন্দ্রপুর), সায়নি দত্ত (কলকাতা), অর্ণব কুমার মল্লিক (হুগলি), রিক্তা বর্মন (কোচবিহার), সমিত ঘোষ (বাঁকুড়া), মহম্মদ চন্দন আলি (বীরভূম), অনুকূল বর্মণ (কোচবিহার), রূপম পাল (রায়গঞ্জ), মহম্মদুজ্জামান (কোচবিহার), রোহিত বেরা (তমলুক), অমিতাংশু মহেশ, নন্দিতা বর্মন (কোচবিহার)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮১।পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ২৬ ফেব্রুয়ারি। শেষ হবে ১৩ মার্চ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qBelUK
June 08, 2018 at 11:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন