থানে, ১৬ জুনঃ নারী পাচার কাণ্ডে ৩ বাংলাদেশি নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল থানের একটি আদালত। অভিযুক্তরা হল আবদুল ওরফে আফজল শেখ ওরফে গফফর সফিউদ্দিন শেখ, তার স্ত্রী শিবালি ওরফে সংগীতা আবদুল শেখ ও সংগীতার বোন নার্গিস আবদুল হাসান মণ্ডল। ২০১২ সাল থেকে তাদের বিরুদ্ধে মানব পাচারের বিভিন্ন ধারায় মামলা চলছিল।
২০১২-র ২১ অগাস্ট এদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ২ নাবালিকা সহ ৫ জন। সে সময় হোটেলে ওই ৫ জনকে দেহ ব্যবসায় নামানোর ছক কষছিল তারা। পুলিশ আগ্রহী খদ্দেরের ছদ্মবেশে তাদের একজনকে হোটেলে পাঠায় ও হাতে নাতে গ্রেফতার করে তাদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2laZRL0
June 16, 2018 at 03:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন