হাতির হানায় মৃত্যু

ওদলাবাড়ি,৫ মেঃ জমি পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা কৃষক। সোমবার গভীর রাতে তিস্তা নদীর ভাটিতে চর এলাকার বাদাম চাষের জমিতে এই ঘটনা ঘটে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা কৃষকের নাম অঞ্জলি দাস(৩৮)। বাড়ি গজলডোবা ১২ নম্বর এলাকায়। স্থানীয় বাসিন্দা রঞ্জন সরকার জানিয়েছেন, অঞ্জলি দেবী ও তার স্বামী বাবুল দাস গতকাল সারাদিন তাঁদের জমিতে কাজ করেছেন। দিনভর কাজ শেষে দেরি হয়ে যাওয়ার ফলে রাতে তাঁরা চাষের জমিতেই আগে থেকে তৈরি অস্থায়ী তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। গভীর রাতে একটি দাঁতাল হাতি ওই এলাকায় চাষের জমিতে হানা দিলে পালাতে গিয়ে বুনো দাঁতালের সামনে পরে যান অঞ্জলি। হাতি তাঁকে পিষে মারে। বন দপ্তরের আপালচাদ রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, মতৃদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে এককালীন অর্থ সাহায্য করা হয়েছে। বাদবাকি আর্থিক ক্ষতিপূরণ বিধি মেনে দেওয়া হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lj94Mv

June 05, 2018 at 11:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top