চিকিৎসা পরিসেবাকে গরিবদের সামর্থ্যযোগ্য করে তুলতে বদ্ধপরিকর কেন্দ্র: মোদি

নয়াদিল্লি, ৭ জুনঃ আর্থিক বোঝা কমিয়ে স্বাস্থ্য পরিসেবাকে ভারতীয়দের সামর্থযোগ্য করে তুলতে বদ্ধপরিকর কেন্দ্র। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভারতীয় জনৌষধী প্রকল্প (পিএমবিজেপি)-এর লাভবানদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আরও বেশি হাসপাতাল, শয্যা ও চিকিৎসকের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি গরিবদের কথা মাথায় রেখে চিকিৎসার খরচ যাতে কমানো যায় তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অঞ্চলে বসবাসকারী গরিব মানুষদের চিকিত্সার জন্য দেশে আরও ৯০টি মেডিক্যাল কলেজ খোলা হয়েছে। জনৌষধী প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে ৩,৬০০ জনৌষধী কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৭০০-র বেশি জেনেরিক ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং তা যাতে সর্বনিম্ন মূল্যে পাওয়া যায় তা নিশ্চিত করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2kSAJZm

June 07, 2018 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top