ফ্রেঞ্চ সংবিধানে ৬০ বছরের পুরনো টাইপো শোধরাতে আবেদন

প্যারিস, ২৯ জুনঃ মাত্র একটা ‘e’ নিয়ে তোলপাড় ফরাসি আইনসভা। ফরাসি সংবিধানে ৬০ বছরের পুরনো এই ভুল শোধরাতে ব্যস্ত ফ্রান্সের আইনসভার সদস্যরা।

১৯৫৮ সালে যখন প্রেসিডেন্টের হাতে রাষ্ট্রের ক্ষমতাভার এল, ভুলটা ছিল তখনকার। সংবিধানের ১৬তম পরিচ্ছেদ ভুলবশত ইংরাজি ‘থ্রেটেনড’ শব্দটির পুং লিঙ্গ বসেছিল। কিন্তু ফরাসি ভাষার ব্যাকরণ অনুযায়ী এই শব্দটির স্ত্রী লিঙ্গ বসবে একটি বাক্যে। ফরাসি ভাষায় এই শব্দটি হল menaces। কিন্তু সঠিক শব্দটি হবে menacees, অর্থাৎ মাত্র একটা ‘e’ জুড়বে। আর এই একটামাত্র ‘e’-কেই ষাট বছর পর আপডেট করতে চাইছেন দক্ষিণপন্থী ইউডিআই-এজিআইআর আইনসভার সদস্যরা।

তবে সংবিধানের কমিশন এই ভুল শোধরাতে এক পায়ে রাজি নয়। এটা একটা ভাল প্রস্তাব হিসেবে জানানো হয়েছে। ১০ জুলাইয়ের একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান কমিশনের এক সদস্য।

‘রেস’ অর্থাৎ জাতি শব্দটা ফরাসি সংবিধান থেকে মুছে দেওয়া হয়েছে এবছরের ২৭ জুনেই। জাতিবৈষম্য শব্দটির বদলে ব্যবহার করা হবে লিঙ্গবৈষম্য। একথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kuh90M

June 29, 2018 at 12:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top