ঢাকা, ২১ জুন- বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যে আর্জেন্টিনা দলের ঘোর সমর্থক সেটা কারোরই অজানা নয়। ম্যারাডোনা প্রীতি থেকেই মাশরাফি আর্জেন্টাইন ফুটবলের ভক্ত। আর এখন ম্যারাডোনা নেই তবে মেসি আছেন। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের কাছে ১-১ গোলে ড্রয়ের ধাক্কা খেয়েছে তারা। এরপর আর্জেন্টাইন ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানেও অনন্য মাশরাফি। তিনি এখনও আশা ছাড়েননি বলেও লিখেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। প্রথম ম্যাচের হতাশা ভোলার জন্য আজ রাতে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ অধিনায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মাশরাফি বলছেন, মেসি একাই শেষ করে দিবে ক্রোয়েশিয়াকে। মিনিমাম তো দুইটা গোল তো হবেই। তিনটাও দিতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KeZD41
June 22, 2018 at 12:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top