মুক্তির আগে ‘সঞ্জু’ থেকে বাদ পড়ল জেলের এক দৃশ্য

মুম্বই, ২৮ জুনঃ আগামীকাল মুক্তি পাচ্ছে বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’। রণবীর কাপুর অভিনীত এই ছবি দেখতে চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষার প্রহর গুণছেন। তবে মুক্তি পাওয়ার আগে ছবিটিতে জেলের একটি দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড। সেই দৃশ্যে দেখা যাচ্ছিল রণবীর একটি শৌচাগারের সামনে আছেন। শৌচাগারটির জল উপচে পড়েছে। এই দৃশ্য নিয়েই আপত্তি জানান পৃথ্বী মাসকে। তিনি সিবিএফসি প্রধান প্রসূন জোশীকে লেখা চিঠিতে দাবি করেন, জেল কর্তৃপক্ষ এখন ব্যারাকগুলির প্রতি যত্নবান। ফলে শৌচাগারের জল উপচে পড়ার ঘটনা এখন আর দেখা যায় না। এই চিঠি পাওয়ার পরেই সংশ্লিষ্ট দৃশ্যটি ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। এছাড়া অবশ্য ‘সঞ্জু’-র আর কোনও দৃশ্যে কাঁচি চালানো হয়নি।

রাজকুমার হিরানী পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। জেলের দৃশ্য বাদ যাওয়া প্রসঙ্গে রাজকুমার বলেছেন, ‘১৯৯৩ সালে সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন, সেই সময়টি তুলে ধরা হয়েছিল। প্রবল বৃষ্টির সময় জেলের শৌচাগার অনেকসময় জলে ভেসে যায়। সেই দৃশ্যই দেখানো হয়েছিল। ওই দৃশ্যে সঞ্জয়কে একজন অসহায় ব্যক্তি হিসেবে দেখানো হয়। তবে দৃশ্যটি বাদ যাওয়ায় কোনো আপত্তি নেই।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lH3hFW

June 28, 2018 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top