অনলাইন ডেস্ক : নিয়োগ দাতাদের দৃষ্টি আকর্ষণ, প্রশিক্ষণার্থীদের নিয়োগ নিশ্চিত করণ এবং নিয়োগ প্রত্যাশীদের চাকুরীপ্রত্যাশীদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এক প্রশিক্ষণার্থী মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার শহরতলীর বটেশ^রে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের জব প্লেসমেন্ট এই মেলার আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংক- এস.ই.আই.পি (বিবি-সিপ) এর অর্থায়নে শহরতলীর খাদিমনগর ইউনিয়নের বটেশ^রে এই মেলায় দেশের স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান সহ সিলেটের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
মেলায় উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লি:, সানটেক এনার্জি লি:, সানটেক টায়ার লি:, খাদিম সিরামিকস লি:, সিলেট ওয়েল্ডিং (ব্রিটিশ গ্যাস কুকার), এম আর প্লাষ্টিক লি:, প্রাণ বঙ্গ বেকারস লি:, জালালাবাদ অটো কেয়ার এন্ড সার্ভিসিং সেন্টার, মুক্তা অটো মোবাইলস্, ইরা এন্টারপ্রাইজ, ডিভাইন ইঞ্জিনীয়ারিং, কালাম ইলেকট্রিক, ডানলপ ফোম, লংকাবাংলা ফাইন্যান্স লি:, সুইস কন্ট্রাক্ট (উত্তরণ প্রজেক্ট), পপুলার অটো ওয়ার্কস্, সিলকো ফার্মাসিউটিক্যালস্ লি:, ফুলকলি ফুড প্রোডাক্টস্, মনিপুরি হস্ত শিল্প সহ অন্যান্য প্রতিষ্টানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
তাঁরা মেলায় অংশগ্রহনকারী বিবি-সিপ এর অর্থায়নে পরিচালিত চারটি ট্রেড (অটোমোবাইল মেকানিক্স, লেদ মেশিন অপারেশন, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, ইন্ডাষ্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স) এর স্টল সমূহ পরিদর্শন করেন এবং উক্ত ট্রেড সমূহের প্রশিক্ষণার্থীদের সাথে চাকুরী সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলেন এবং তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন।
মেলায় ইউসেপ বাংলাদেশ সিলেট রিজিওনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব টেকনিক্যাল স্কুল জনাব সুকুমার চন্দ্র সাহা, ইউসেপ ঘাসিটুলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল লতিফ ভূঁইয়া, জব প্লেসমেন্ট কর্মকর্তা জনাব মো: আলিউল আজিম সহ প্রতিষ্টানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এখানে উল্লেখ্য, ইউসেপ বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় এনজিও যা প্রধানত সুবিধা বঞ্চিত শ্রমজীবী যুবাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ ও কারিগরি স্কুলের মাধ্যমে ”আয়মূলক দক্ষতা, শিখণে সহায়তা!” এই আহবানের মধ্য দিয়ে কর্মসূচি পরিচালনা করে আসছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2xOgghC
June 07, 2018 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন