বিশ্বনাথে বাসিয়া নদী পুনঃখনন কাজে মালিকানা ভূমি খননের অভিযোগ

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে বাসিয়া নদী পুনঃখনন কাজে মালিকানা ভূমি খননের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে সোমবার এলাকার আমিনুল ইসলাম স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
আমিনুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেন, বাসিয়া নদীর নাব্যতা রক্ষার্থে পুণঃখনন কাজ অব্যাহত রয়েছে। নদী খনন হউক এটা আমরাও চাই। কিন্তু নদী পুণঃখননের কাজে নদীর সীমানা অতিক্রম করে আমাদের দালান ঘর বাড়ি মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়েছে। খনন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে যোগাযোগ করি। নদীর তীরে অবস্থিত পাকা দালান-ঘর বাড়ি আমাদের নিজ জায়গা তৈরি করা হয়েছে বলে ইঞ্জিনিয়ার মাধব বাবুকে অবহিত করি। এসময় তিনি জায়গার ম্যাপ দেখে পরবর্তিত্বে বিষয়টি সমাধান করা হবে বলে মেশিন নিয়ে চলে যান। উপজেলার চান্দশিরকাপন মৌজা ১৩৭১ দাগে জায়গাটি আমাদের মালিকানাধীন। গত ১৭ এপ্রিল ২০১৮ইং তারিখে নদী খনন করতে গিয়ে আমাদের দালান ঘর ভেঙে ফেলা হয়। এরপর ইঞ্জিনিয়ার মাধব বাবু আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। ফলে এখন বর্ষা মৌসুমে আমাদের পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানানো হয়।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করার জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2lwFjNs

June 26, 2018 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top