বুলায়ো(জিম্বাবোয়ে), ২৪ জুনঃ অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। শনিবার তাঁর এক নির্বাচনী জনসভায় বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, প্রেসিডেন্ট অক্ষত থাকলেও সভায় উপস্থিত বেশ কয়েকজন সমর্থক জখম হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট কেমো মোহাডিও সহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবার্ট মুগাবে জমানার পরে এই প্রথম ভোট হতে চলেছে জিম্বাবোয়েতে। ৩০ জুলাই জিম্বাবোয়েতে প্রেসিডেন্ট নির্বাচন। জিম্বাবোয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বুলায়োতে প্রচার করছিল ZANU-PF। প্রচার উপলক্ষে সেখানে হোয়াইট সিটি স্টেডিয়ামে দলের সভায় যোগ দেন এমারসন নানগাগওয়া। তাঁর ভাষণ চলাকালীন মঞ্চ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিস্ফোরণ ঘটে। ভিআইপি তাবুতে বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রেসিডেন্ট মুনাগাগওয়াকে নিরাপদে স্থানীয় সরকারি বাসভবনে সরিয়ে নেওয়া হয়েছে বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K87tNl
June 24, 2018 at 06:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন