ঢাকা, ০১ জুন- রোববার থেকে ভারতের দেরাদুনে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৩, ৫ এবং ৭ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস- এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, বাংলাদেশের ধূলিকনায় মিশে আছে ক্রিকেট। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিমান জনপ্রিয় খেলাধুলার সাথে অতীতের মতো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, বিমান ক্রিকেট দল প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণ করে ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত । দেশে জাতীয় ক্রিকেট তৈরিতে বিমান ভূমিকা রেখেছে সব সময়। দেশের দাবা, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন দলের পৃষ্ঠপোষকতায়ও বিমানের গৌরবময় ঐতিহ্য রয়েছে। উল্লেখ্য যে, বিমান বাংলাদেশ খেলাধুলায় সব সময় পৃষ্ঠপোষকতা করে আসছে। ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি স্পন্সর করে বিমান। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্পন্সরও ছিলো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিমান বাংলাদেশ। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LP623y
June 01, 2018 at 11:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top