টাইগারদের সামনে সুযোগ ছিল টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি করার। কিন্তু আফগানিস্তানের কাছে ইতিমধ্যে সিরিজ হারের পাশাপাশি হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। ফলে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। পাশাপাশি র্যাঙ্কিংয়ে বড় ধাক্কাও খেয়েছে সাকিব আল হাসানের দল। সিরিজ শুরুর আগে সমীকরণ ছিল আফগানদের হোয়াইট ওয়াশ করলেই পুরস্কার পেত সাকিব আল হাসানের দল। বর্তমানে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আর টাইগারদের আসন্ন সিরিজের প্রতিপক্ষ আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে। সিরিজে ৩-০ ব্যবধানে আফগানদের হারালেই র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসতো বাংলাদেশ দল। সেক্ষেত্রে ১০ নম্বরে নেমে যেত নবি-মুজিবরা। বাংলাদেশের পয়েন্ট গিয়ে তখন দাঁড়াত ৮২ এবং আফগানদের ৮০। তবে হোয়াইট ওয়াশের সুযোগ না থাকায় পরিবর্তন আসছে না র্যাঙ্কিংয়ে। আর আফগানদের কাছে উল্টো হোয়াইট ওয়াশ হওয়ার কারণে রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। আরও পড়ুন: আফগানদের কাছে বাংলাওয়াশকে স্বাভাবিক বলছেন সাকিব টাইগারদের ৩-০ তে হারিয়ে আফগানদের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৯১ তে। আর রেটিং পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট কমে হয়েছে ৭০। আরএস/০৯:০০/ ০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JFgsVo
June 08, 2018 at 09:22PM
08 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top