আমেরিকায় সংবাদপত্র দপ্তরে বন্দুকবাজের হামলা, নিহত ৫

মেরিল্যান্ড, ২৯ জুনঃ আমেরিকার অ্যানাপোলিসের ‘ক্যাপিটাল গেজেট’ সংবাদপত্রের দপ্তরে বন্দুকবাজের হামলা। সূত্রের খবর, এই ঘটনায় নিহত অন্তত ৫জন। আহত অন্তত ২০। আমেরিকান সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২০-২৫ বছরের এক শ্বেতাঙ্গ যুবক আগ্নেয়াস্ত্র ও একটি ব্যাগ নিয়ে ক্যাপিটাল গেজেটের অফিসে ঢোকে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে অনেক কর্মী অফিসের ডেস্কের নিচে আশ্রয় নেন।

হামলার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশকে দেখে হামলাকারী আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র ছাড়াও হামলাকারীর ব্যাগ থেকে নকল গ্রেনেড এবং স্মোক বম উদ্ধার হয়েছে।

মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হগ্যান জানিয়েছেন, তিনি অ্যানাপোলিসের এই ‘দুর্ভাগ্যজনক ঘটনায় পুরোপুরি বিধ্বস্ত’।

মেরিল্যান্ড কাউন্টি পুলিশের ডেপুটি চিফ অ্যানে আরুনডেল বলেন, ‘হামলাকারী এখন পুলিশের হেপাজতে। তাকে জেরা করা হচ্ছে। নিজের পরিচয় জানাতে অস্বীকার করেছে সে। সংবাদপত্র অফিস চত্বর থেকে বিস্ফোরক জাতীয় একটি বস্তু পাওয়া গিয়েছে। সেটি নষ্ট করা হয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KAhcM4

June 29, 2018 at 11:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top