লন্ডন, ১৪ জুন- বাংলাদেশের আয়মান সাদিক ও জাইবা তাহিয়া কুয়িনস ইয়ং লিডারস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। চলতি বছরের ২৬ জুন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের কয়েক হাজার তরুণ প্রার্থীর মধ্য থেকে এ দুই বাংলাদেশি নির্বাচিত হন। কমনওয়েলথভুক্ত দেশের তরুণদের নিজ সম্প্রদায়ের মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতির জন্য এ পুরস্কার দেওয়া হয়। ২৫ বছর বয়সী আয়মান সাদিক বাংলাদেশের তরুণদের শিক্ষায় প্রবেশযোগ্যতা বাড়ানোর স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার পাচ্ছেন। অপরদিকে ২৭ বছর বয়সী জাইবা তাহিয়া সমাজে লিঙ্গসমতা নিশ্চিতে বিশেষ অবদানের জন্য এ পুরষ্কার পাবেন। ব্রিটিশ রাজপরিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জেন্ডার সহিংসতা, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষায় প্রবেশযোগ্যতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ রানীর মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১৪ সাল থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয়। সূত্র: বাংলানিউজ আর/১২:১৪/১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jzt15j
June 14, 2018 at 06:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন