বামাকো, ৩০ জুনঃ আফ্রিকার আর্মি হেডকোয়ার্টারে গ্রেনেড হামলায় মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত আরও একাধিক। শুক্রবার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মালির সেভার শহরে।
জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি হঠাৎ G5 সাহেল ফোর্সের হেডকোয়ার্টারে গ্রেনেড হামলা চালায়। মধ্য ও পশ্চিম আফ্রিকার সাহেল এলাকায় সন্ত্রাস দমনের জন্য মালি, নাইজার, বুরকিনা ফাসো, চাদ ও মরিতানিয়ার সেনা জওয়ানদের নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠিত হয়। এই অঞ্চলে ফ্রান্সের সেনা ও শান্তি প্রক্রিয়া চালানোর জন্য কিছু এনজিও-র সদস্যরাও কাজ করছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KyULDx
June 30, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন