ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস আইফা। এ বছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে এর ১৯তম আসর। গত ২২ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলেছে এ অনুষ্ঠান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইফা অ্যাওয়ার্ডস প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। এবারের আসরে বলিউড তারকাদের চোখ ধাঁধানো উপস্থিতি দেখা গেছে। পর্যটন শহর ব্যাংককে এবারের আইফা ভিন্ন মাত্রা যোগ করেছে। এক নজরে দেখে নিন এবারের আইফা অ্যাওয়ার্ডসে সেরার তালিকা: সেরা চলচ্চিত্র: তুমহারি সুলু সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দি মিডিয়াম) সেরা অভিনেত্রী: শ্রীদেবী (মম) সেরা পার্শ্ব-অভিনেতা: নওয়াজুদ্দিন সিদ্দিকি (মম) সেরা পার্শ্ব-অভিনেত্রী: মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার) সেরা পরিচালক: সকেত চৌধুরী (হিন্দি মিডিয়াম) সেরা গল্পকার: অমিত মাসুরকার (নিউটন) সেরা গায়ক: অরিজিৎ সিং (হাওয়াইয়ে, জব হ্যারি মেট সেজাল) সেরা গায়িকা: মেঘনা মিশ্র (ম্যায় কৌন হু, সিক্রেট সুপারস্টার) সেরা গীতিকার: মনোজ মুনতাসির (মেরে রাশকে কামার, বাদশাহো) নবাগত পরিচালক: কঙ্কনা সেন শর্মা (অ্যা ডেথ ইন দ্য গঞ্জ) সেরা সংগীত পরিচালনা: আমাল মালিক, তানিষ্ক বাগচি ও অখিল সাচদেবা (বাদ্রিনাথ কি দুলহানিয়া) সেরা আবহ সংগীত: প্রীতম (জাগ্গা জাসুস) সেরা চিত্রনাট্য: নিতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বেরেলি কি বরফি) সেরা সংলাপ রচয়িতা: হিতেশ কেওয়ালিয়া (শুভ মঙ্গল সাবধান) সেরা নৃত্য পরিচালক: বিজয় গাঙ্গুলি ও রুয়েল দৌসান বারিন্দানি (গালতি সে মিসটেক, জাগ্গা জাসুস) সেরা চিত্রগ্রাহক: মার্সিন লাস্কাভিয়েচ (টাইগার জিন্দা হ্যায়) সেরা সম্পাদনা: শ্বেতা ভেঙ্কট ম্যাথু (নিউটন) সেরা শব্দসজ্জা: দিলীপ সুব্রমনিয়াম ও গনেশ গঙ্গাধারণ (টাইগার জিন্দা হ্যায়) সেরা স্পেশাল ইফেক্টস: জাগ্গা আজীবন সম্মাননা: অনুপম খের বর্ষসেরা স্টাইল আইকন: কৃতি স্যানন এমএ/ ১০:২২/ ২৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IsptfX
June 26, 2018 at 04:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top