মদ্যপানের বিরুদ্ধে পথে নামল ব্লু গ্যাং

রাইপুর, ১৭ জুনঃ প্রকাশ্যে মদ্যপান ঠেকাতে এবার দলবদ্ধ হয়ে রাস্তায় নামলেন মহিলারা। ১৩ জন মহিলা মিলে ‘ব্লু গ্যাং’ নামে একটি দল গঠন করেছেন। সকাল ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে মদ্যপানের বিরুদ্ধে প্রচার করছেন তাঁরা। ব্লু গ্যাংয়ের এই প্রচার চলছে ছত্তিশগড় রাজ্যের বস্তারে। শুধু রাস্তায় ঘুরে প্রচার নয়, মদ্যপদের কাউন্সেলিংও করছে দলটি।

জানা গিয়েছে, যে সমস্ত এলাকায় মদ্যপদের উৎপাত বেশি, সেখানে লাঠি হাতে হাজির হচ্ছে ব্লু গ্যাং। মহিলাদের এই উদ্যোগের পর এলাকায় মদ্যপদের দাপাদাপি কিছুটা কমেছে। এলাকার এক পুলিশ অফিসার বলেন, ‘মহিলারা খুব ভালো কাজ করছেন। আমরাও তাঁদের সাহায্য করছি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ljagol

June 17, 2018 at 08:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top