কলকাতা, ৮ জুনঃ সম্মানীয় জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি) তকমার দৌড়ে এবার শামিল হল বাংলার লিচু। এর আগে বাংলার হিমসাগর, ল্যাংড়া আম জিআইএর মঞ্চে আলো ছড়ালেও লিচুর জিআই যাত্রা এই প্রথম। যদিও স্বাদে, বৈচিত্র্যে ও গুণগত মানে বিহারের মুজফ্ফরপুরের লিচুকেই শ্রষ্ঠ ধরা হয়। তবু বাংলার দাবি ওই লিচুর চেয়ে গুণমানে কোনো অংশে কম নয় হুগলি, উত্তর ২৪ পরগনা বা মালদার লিচু। দিনকে দিন তাঁদের রফতানির হার বাড়ছে প্রবলভাবে। ভিন রাজ্যের পাশাপাশি কয়েকটি রাষ্ট্রেও কদর বেড়েছে বাংলার লিচুর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xYw8OI
June 08, 2018 at 11:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন