চট্টগ্রাম, ২৮ জুন- শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে উপযুক্ত জবাব দিলেন টাইগার সাব্বির। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। সেঞ্চুরির পর নিজের ইনিংসটিকে আরো বড় করার পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ১৩৫ রানের সময় প্রবাথ জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৈকত। তবে অধিনায়ক ফিরলেও দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান সাব্বির রহমানও। বর্তমানে ১০০ রান নিয়ে ব্যাটিং করছেন তিনি। আর সাব্বিরের এই ইনিংসের সুবাদে রিপোর্টটি লেখা পর্যন্ত টাইগারদের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯১ রান। ক্রিজে সাব্বিরের সাথে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন (২)। এদিন সকাল সাড়ে নয়টায় চার দিনের এই ম্যাচের তৃতীয় দিন লঙ্কানদের থেকে ৪০৫ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নেমেছিলো বাংলাদেশ। তবে দিনের খেলা শুরু করার পরেই অভিজ্ঞ তুষার ইমরানের উইকেটটি হারাতে হয় তাদের। লঙ্কান স্পিনার লক্ষ্মণ সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে মাত্র ২৫ রান করেন তুষার। অবশ্য এরপরেই দলের বিপর্যয় সামাল দেয়ার দায়িত্ব নেন মোসাদ্দেক এবং সাব্বির। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে শত রানের কোটা পার করার পাশাপাশি ১৩৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। বিরতির পর ক্রিজে এসে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে সিরিজে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মোসাদ্দেক। এরপর নিজের ইনিংসটি খুব বেশি বড় করতে পারলেন না তিনি। তবে দলকে শক্ত ভিত ঠিকই গড়ে দিয়েছেন অধিনায়ক। আর অধিনায়ক ফেরার পর নিজের কাজটি ঠিকই করে যাচ্ছেন সাব্বির রহমান। ব্যাট হাতে এরই মধ্যে সকল সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। এর আগে​​​​​ বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে লাহিরু থিরিমান্নের অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৪৯ রানের পাহাড় নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো সফরকারী শ্রীলঙ্কা এ দল। থিরিমান্নের ১৬৮ রানের ইনিংসটি ছাড়াও ব্যাট হাতে দারুণ খেলেছেন দিমুথ করুনারত্নে, চারিথ আসালাংকা এবং আশান শাম্মু। এই তিন ব্যাটসম্যানই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। তাদের মধ্যে আসালাংকা ৯০ রান করে রান আউটের শিকার হওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। অপরদিকে করুনারত্নে ৬০ এবং শাম্মু ৭০ রান করেছেন। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৪টি এবং আবু হায়দার রনি ২টি উইকেট নেন। জবাবে ব্যাটিং করতে নেমে ​​​​​​ স্কোরবোর্ডে ​৪৪ রান তুলতেই ২ উইকেট হারাতে হয় বাংলাদেশকে। দুই ওপেনার সৌম্য সরকার এবং সাদমান ইসলামের উইকেট দুটি একাই তুলে নিয়েছিলেন ডান হাতি মিডিয়াম পেসার শিহান মাদুশাংকা। আরও পড়ুন: গা গরমের ম্যাচে রাতে মাঠে নামবে বাংলাদেশ দলীয় ২৯ রানেই দুইটি উইকেট হারানোর পর অবশ্য তুষার ইমরান এবং অধিনায়ক মোসাদ্দেকের ব্যাটে বাকি দিন নির্বিঘ্নে পার করেছিলো বাংলাদেশ। বাংলাদেশ এ দল: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি। শ্রীলঙ্কা এ দল একাদশঃ লাহিরু মিলানথা, দিমুথ করুনাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, শাম্মু আশান, প্রবাথ জয়াসুরিয়া, নিসালা থারাকা, লক্ষ্মণ সান্দাকান, শিহান মাদুশাংকা। আরএস/০৯:০০/ ২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MugeOs
June 29, 2018 at 12:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top