তনভি শেট পাসপোর্ট কাণ্ডে সোশ্যাল মিডিয়ার নিশানায় বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ জুনঃ উত্তরপ্রদেশের লখনউয়ের পাসপোর্ট অফিসে ধর্ম নিয়ে দম্পতিকে হেনস্থার ঘটনায় উঠল নয়া বিতর্ক। সংশ্লিষ্ট অফিসার বিকাশ মিশ্রকে বদলি করা এবং ওই দম্পতিকে পাসপোর্ট দিয়ে দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে ব্যবহারকারীদের একাংশ। তাঁদের নিশানায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি মাসের ১৭ থেকে ২৩ তারিখ দেশের বাইরে ছিলেন তিনি। এই বিতর্কের কথা তিনি জানতেন না। সোশ্যাল মিডিয়ায় করা ট্যুইটে কটাক্ষের সুরে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘কিছু ট্যুইটের মাধ্যমে আমাকে সম্মানিত করা হয়েছে। সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেজন্য এগুলিতে ‘লাইক’ করলাম।’এই ঘটনায় বিদেশমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও সঙ্গীতকার বিশাল দাদলানি। তাঁরা বলেছেন, মন্ত্রীকে এভাবে ট্রোল করা লজ্জার ব্যাপার।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K7k5UU

June 26, 2018 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top