আগে ওরা, এখন আমরা নিজেদেরই লুঠ করছিঃ রাজন

নয়াদিল্লি, ১১ জুনঃ নীরব মোদির ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানোলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি টুইট করেন, ‘ওরা ভারতে এসেছিল, আমাদের লুঠ করেছে। আমরা ওদের ২০০ বছর সময় নিয়ে তাড়িয়েছি। এখন আমরা ভারতীয়রাই নিজেদের লুঠ করছি আর রাজনৈতিক আশ্রয়ের নামে লুঠেরাদের জায়গা দিচ্ছে ব্রিটেন। ঔপনিবেশিক প্রথা মিটেছে খাতায় কলমে। আসলে ব্রিটিশরা এখনও আমাদের শাসন করছে।’

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন নীরব। যদিও ব্রিটেনের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, নীরবের ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেওয়ার খবর সত্যি হলে তাঁকে প্রত্যর্পণের আবেদন জানানো হতে পারে। 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sO05MF

June 11, 2018 at 05:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top