নাগরাকাটা, ১৬ জুনঃ হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। জখম এক শিশু। মৃতের নাম ববিমায়া কামি(৫৬)। শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের আংরাভাসা দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর ধূমপাড়ার ঘটনা। বন দপ্তরের কারোর দেখা মেলেনি এমন অভিযোগ তুলে এলাকাবাসী মৃতদেহ আটকে রাখে। বানারহাট থানার পুলিশ গেলে তাদের সামনেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, লাগাতার হাতির অত্যাচার চলে। বন কর্মীদের খবর দিলেও তারা আসতে চায় না। শুক্রবার রাতে তিন থেকে চারটি হাতি গ্রামে ঢোকে। তছনছ করে জমির ফসল। ববিমায়াদের বাড়ির উঠোনেও হাতি ঢুকে পড়ে। ববিমায়াকে নাগালে পেয়ে একটি দাঁতাল সেখানেই পিষে দেয় তাঁকে। আহত হয় তার সঙ্গে থাকা চার বছরের নাতনি। শিশুটি জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। গরুমারার ডিএফও নিশা গোস্বামী বলেন, নিয়ম অনুযায়ী মৃতের পরিবার আড়াই লক্ষ টাকা ক্ষতিপুরণ পাবে।
তথ্য ও ছবিঃ শুভজিৎ দত্ত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JZ0up2
June 16, 2018 at 02:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন