তাজমহলের নাম হোক রাম মহল বা কৃষ্ণ মহল, দাবি বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১১ জুনঃ বিজেপি বিধায়কদের মন্তব্য একের পর এক নতুন নতুন বিতর্ক উস্কে দিচ্ছে। এবার ফের বেফাঁস মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ।

তিনি বলেন, তাজমহলের নাম বদলে দেওয়া উচিত রাম মহল বা কৃষ্ণ মহল। তাজমহল ভেঙে ফেলার চেয়ে নতুন নামকরণই ভালো। সাংবাদিকদের তিনি বলেছেন, এ দেশের সম্পদ, নির্মাণকর্মীদের শ্রম ব্যবহার করেই তাজমহল নির্মিত হয়েছে। তাই এটি ধ্বংস করা উচিত নয়। এটা ভারতেরই সম্পত্তি। বরং পালটানো য়েতে পারে তার নাম। বিজেপি বিধায়ক আরও বলেন, আর অভিমত অনুযায়ী তাজমহলকে রাষ্ট্রভক্ত মহল বলা উচিত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sMJZCD

June 11, 2018 at 05:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top