কলকাতা, ২০ জুনঃ শিশুমৃত্যুর অভিযোগ উঠল খোদ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, শিশুটিকে আইসিইউ-তে রাখার প্রয়োজন ছিল বলে হাসপাতালের তরফে বলা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও বেডের ব্যবস্থা করা হয়নি। সেকারণেই ওই শিশুর মৃত্যু হল। যদিও এইনিয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার পড়ে গিয়ে ওই শিশু মাথায় গুরুতর চোট পায়। সেদিন তাকে হাসপাতালে ভরতি করা হয়। পরে সেখান থেকে গতরাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tbjffA
June 20, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন