চণ্ডীগড়, ১৬ জুনঃ পরপর তিন দিন ধোঁয়াশায় ঢাকল পঞ্জাব ও হরিয়ানা। জনজীবন বিপর্যস্ত। দৃশ্যমানতা কম থাকায় বাতিল হয়েছে ২৬টি উড়ান। দিনের বেলাতেও রাস্তায় গাড়ি বা মোটর সাইকেল নিয়ে বের হওয়া যাত্রীরা বাধ্য হন হেডলাইট জ্বালাতে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে বাইরে যেসব গাড়ি ছিল, আজ সকালে সেগুলির ওপর ধুলোর পুরু স্তর দেখা যায়। চণ্ডীগড়ের আবহাওয়া দফতরের ডিরেক্টর সুরিন্দর পাল জানিয়েছেন, ‘আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়া উচিত। এই অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তার ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে ধুলো দূর হবে।’
হরিয়ানার পরিবেশমন্ত্রী বিপুল গোয়েল জানিয়েছেন, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দূষণমাত্রা পরিমাপ করছে। এনসিআররের আওতায় থাকা জেলাগুলিতে আগামী দু’দিন কোনও নির্মাণকার্য চালানো যাবে না বলে জানানো হয়েছে। বয়স্ক ও শিশুদের যাতে শ্বাসকষ্ট না হয়, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HT1p5w
June 16, 2018 at 01:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন