কলকাতা, ১৮ জুনঃ আসন্ন মরশুমের জন্য স্টিভ কোপেলকে কোচের পদে নিযুক্ত করল এটিকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারটির ভারতের মাটিতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আইএসএলের দল কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি’তে কোচিং করানোর আগে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে ৬২ বছরের কোপেলের। কোপেল বলেছেন, ‘দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে’র চিফ কোচের দায়িত্ব পেয়ে আনন্দিত।’
উল্লেখ্য, প্রথম তিন মরশুমের স্প্যানিশ ঘরানা ছেড়ে গতবার থেকেই ব্রিটিশ ঘরানাকে আপন করে নিয়েছিল এটিকে। অবশ্য মুখ্য কোচ টেডি শেরিংহ্যাম ও টেকনিকাল ডিরেক্টর অ্যাশলি ওয়েস্টউডের দ্বন্দ্বে মরশুমটা খুব খারাপ কেটেছিল তাদের। এবারে অবশ্য আইএসএলের আসন্ন মরশুমের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েই নেমেছিল এটিকে। মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেনকে টেকনিকাল অ্যাডভাইসার পদে বসিয়ে মূলত তার পছন্দমতোই নতুন দল গড়েছে তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yo9Qq0
June 18, 2018 at 09:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন