সেন্ট পিটার্সবার্গ, ২২ জুনঃ কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে নক-আউটের দিকে এগিয়ে গেল ব্রাজিল। গোল করেন ফিলিপে কুটিনহো ও নেইমার। ২ ম্যাচ খেলে নেইমারদের পয়েন্ট ৪। গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে না হারলেই ব্রাজিলের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত। পরপর দুই ম্যাচে হেরে বিদায় নিল কোস্টারিকা।
৭৮ মিনিটে বক্সের মধ্যে পড়ে যান নেইমার। পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে মাঠের রেফারি জানান, নেইমারকে ফাউল করা হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বদলে যায়। এরপরেও একাধিক সুযোগ নষ্ট করে ব্রাজিল। তবে সংযোজিত সময়ের প্রথম মিনিটেই গোল করে দেন কুটিনহো। এরপর শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান নেইমার।
GOAL! PHILIPPE COUTINHO HAS STOLE IT AT THE END!#WorldCup #BRA #CRC #BRACRC https://t.co/sidcwq63Gd
— FIFA World Cup (@WorIdCupUpdates) June 22, 2018
Neymar crying because he didn't dive enough #BRACRC #WorldCup pic.twitter.com/W0GUOCwawS
— World Cup Goals (@FIFAWCGoals) June 22, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MNeGQE
June 22, 2018 at 09:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন