বেঙ্গালুরু, ৯ জুনঃ মোট নম্বর ৬২৫। এর মধ্যে ৬২৪ নম্বর পেয়ে কর্নাটক বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে মহম্মদ কাইফ মোল্লা। তবুও মন ভরেনি। করিয়েছে খাতার পুনর্মূল্যায়ন। পেল ৬২৫-এ ৬২৫!
কাইফ বেলগামের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ছাত্র। ৭ মে দশম শ্রেণির পরীক্ষার ফল বার হয়। ১৩ লক্ষ পড়ুয়াকে পেছনে ফেলে আর একজনের সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছিল কাইফ। সব বিষয়ে পুরো নম্বর পেলেও বিজ্ঞান বিভাগে ১ নম্বর কম পেয়েছে সে।
তবে খুশি হয়নি সে। সায়েন্সে পুরো নম্বর আশা করেছিল। পুনর্মূল্যায়ন করে ফুলমার্কস পেয়ে বোর্ড পরীক্ষায় দশম শ্রেণির প্রথম স্থানে উঠে আসে সে।
একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় কাইফ। বড় হয়ে চায় আইএএস হতে। কাইফের বাবা হারুন রশিদ মোল্লা সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। মা পরভীন মুল্লা সরকারি হাই স্কুলে কন্নড়ের শিক্ষিকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sJAjJ8
June 09, 2018 at 04:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন