নয়াদিল্লি, ১৬ জুনঃ শনিবার থেকে ত্রিদেশীয় সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৯ দিনের সফরে প্রথমেই যাচ্ছেন গ্রিস। এরপর সুরিনাম এবং সব শেষে কিউবা হয়ে দেশে ফিরবেন তিনি। রাষ্ট্রপতির সফরসঙ্গী হচ্ছেন স্টিলের রাষ্ট্রমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং একাধিক সাংসদ এবং আমলারা। গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপোলোস এবং মন্ত্রীদের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।
মঙ্গলবার সুরিনামে যাবেন রাষ্ট্রপতি। সুরিনামের প্রেসিডেন্ট ডিজায়ার ডেলানো বৌটার্সের সঙ্গে স্বাস্থ্য, ওষুধপত্র, নির্বাচন, তথ্যপ্রযুক্তি এবং আয়ুর্বেদ নিয়ে একাধিক মউ স্বাক্ষর করবেন কোবিন্দ। সুরিনামে আলোচিত হতে পারে ভারতের আয়ুর্বেদ শাস্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে।
ত্রিদেশীয় সফরের শেষ পর্বে কিউবায় যাবেন রাষ্ট্রপতি। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বার্মুদেজের সঙ্গেও বেশ কিছু মউ স্বাক্ষর করবেন তিনি। জৈবপ্রযুক্তি, হোমিওপ্যাথি, ওষধি গাছ, ভেষজ ওষুধপত্র সংক্রান্ত মউ স্বাক্ষরিত হবে বলে সূত্রের খবর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Mz7NCy
June 16, 2018 at 05:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন