বিহারে চেন টেনে ট্রেন থামিয়ে ডাকাতি

পাটনা, ২৭ জুনঃ চেন টেনে ট্রেন থামিয়ে পাটনা-হাতিয়া পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি। মঙ্গলবার রাতে বিহারের জামুই স্টেশনের আগে কুন্দনপুর হল্ট স্টেশনের কাছে এসি২, এসি৩ ও ৪টি স্লিপার কামরায় ডাকাতি চালায় কয়েকজন দুষ্কৃতী। যাত্রীরা জানিয়েছেন, রাতে যখন ট্রেনটি কুন্দনপুর হল্টের কাছে পৌঁছায়, তখন চেন টেনে ট্রেন থামানো হয়। এরপর ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। তারপরই কোচের জানালার কাচ ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের মারধর করে লুটপাট চালায়। নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয়। আধঘণ্টা লুটপাট চালালেও রেলের কোনও নিরাপত্তাকর্মীর দেখা মেলেনি। ট্রেনে কোনও আরপিএফও ছিল না বলে জানিয়েছেন এসি কোচের অ্যাটেনডেন্ট।

দুষ্কৃতীরা নেমে গেলে জামুই স্টেশনে ট্রেন পৌঁছলে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। জামিই স্টেশনেই যাত্রীরা ডাকাতির অভিযোগ করেন। প্রশ্ন উঠছে রাতের ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lE9K4k

June 27, 2018 at 12:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top