ক্লাস ওয়ান ও টু’তে উঠে যেতে পারে হোমওয়ার্ক

কলকাতা, ৩ মেঃ ক্লাস ফাইভ ও এইটে ফের পরীক্ষা চালু করার পাশাপাশি প্লাস ওয়ান ও টু’তে হোমওয়ার্ক তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। এছাড়াও নতুন শিক্ষানীতির কথা ঘোষণা করা হবে। শনিবার কলকাতায় তিনি এ কথা জানিয়েছেন।

বুধবার মাদ্রাজ হাইকোর্ট এক নির্দেশে বলে, সারা দেশে ছাত্র-ছাত্রীদের স্কুলব্যাগের ওজন কমাতে হবে এবং ক্লাস ওয়ান ও টু’তে হোমওয়ার্ক তুলে দিতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে জাভড়েকর বলেছেন, আদালতের নির্দেশ পালন করতে, বাচ্চাদের আনন্দের সঙ্গে শিক্ষালাভ করার সুযোগ করে দিতে চাপ কমানো প্রয়োজন। আদালতের নির্দেশ খতিয়ে দেখা হবে এবং পড়ার বোঝা কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।

জাভড়েকর আরও বলেছেন, ‘আশা করি ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে সংসদে হোমওয়ার্ক তুলে দেওয়ার বিল পাশ করানো যাবে। ২০১৯-এর মধ্যে প্রতিটি রাজ্য ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনতে পারবে। পশ্চিমবঙ্গ সহ ২৫টি রাজ্য এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। পাশ-ফেল প্রথা ফের চালু হলে যে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় খারাপ ফল করবে, তাদের পরের ক্লাসে পড়া আটকে যাবে। দু’মাস পরে ফের তাদের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাতেও খারাপ ফল করলে একই ক্লাসে পড়তে হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xDOe8J

June 03, 2018 at 03:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top