উর্দুতে রামায়ণ অনুবাদ করে সৌভ্রাতৃত্বের নজির গড়লেন মাহি উর্দুতে রামায়ণ অনুবাদ করে সৌভ্রাতৃত্বের নজির গড়লেন মাহি কানপুর, ৩০ জুনঃ সাহিত্যে সৌভ্রাতৃত্বের মেলবন্ধনের নজির গড়লেন উত্তরপ্রদেশের চিকিৎসক মাহি তালাত সিদ্দিকি। কানপুরের প্রেমনগরের বাসিন্দা মাহি তালাত সিদ্দিকি উর্দুতে রামায়ণ অনুবাদ করে দেশের জনগণের কাছে ছড়িয়ে দিলেন নজিরবিহীন ভ্রাতৃত্ববোধের বার্তা। মাহি জানান,’ আমি চেয়েছিলাম হিন্দুদের পাশাপাশি রামায়ণের ভালো বিষয়গুলির সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষও যেন পরিচিত হয়।’ আর এই চেষ্টাতেই তাঁর এই প্রয়াস। দেড় বছরের অধ্যাবসায়ের পর অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হল। from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NdjgIm June 30, 2018 at 05:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন