মদিনা, ২৮ জুন- সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ বাংলাদেশি। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজন। গত মঙ্গলবার সকালে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে মদিনা থেকে ২০০ কিলোমিটার দূরে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ৯ জনই ছিলেন ওমরা হজ্জ যাত্রী। এদের মধ্যে একই পরিবারের ৪ জন। আহতদের মদিনা কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক। নিহতরা হলেন ঢাকার কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাসেদ (৬৫) এবং গোপালগঞ্জের আবুল বাশার (৬০)। আহতরা হলেন ঢাকার এস এম আবুল খায়ের (৪১), নবাবগঞ্জের নাজমুল (৩৯), মানিকগঞ্জের শফিউল আলম (৩৬), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোহাম্মদপুরের মোমতাহিন ইসলাম (১৮) এবং মোহাম্মদপুরের মোসতারা আক্তার(৪৩)। ওমরাহ হজ পালন শেষে গত মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটা সৌদি এয়ারলাইনস করে দেশে যাওয়ার কথা ছিল তাদের। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/২৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N2ZfE2
June 28, 2018 at 11:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন