
বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন শনিবারের ওপেন হাউজ ডে’তে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকদেরকে বাদ দিয়ে ওপেন হাউজ ডে করাটা দুঃখজনক। সাংবাদিকরাই তো পুলিশের নানা আইনি সেবামূলক কর্মকান্ড এবং অপরাধ প্রতিরোধ ও নির্মূলের বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের বাদ দিয়েই ওপেন হাউজ ডে’র মানেটা কি?
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ বলেন, প্রতিবার ওপেন হাউজ ডে’তে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও শনিবারের ওপেন হাউজে আমন্ত্রণ না জানানোটা রহস্যজনক।
বিশ্বনাথ প্রেসকাব (অপরাংশ) সভাপতি আবদুল আহাদ বলেন, আমি ফেসবুকে শনিবারের ওপেন হাউজ ডে অনুষ্ঠানের ছবি দেখেছি। তবে, থানা পুলিশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি, অন্যবারের মত ওইদিনের অনুষ্ঠানে প্রেসকাবকেও আমন্ত্রণ করেনি থানা পুািলশ।
বিশ্বনাথ থানার (তদন্ত) দুলাল আকন্দ সাংবাদিকদের বাদ দিয়ে ওপেন হাউজ ডে করা প্রসঙ্গে জানান, মোবাইলে (ফেসবুকে) জানানো হয়েছে। ছোট পরিসরে করেছি বলে সবাইকে জানানো হয়নি। ঈদের পরে বড় পরিসরে ওপেন হাউজ ডে করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরাই তো জাতির বিবেক। তাদেরকে বাদ দিয়ে ওপেন হাউজ ডে করার যে কথা বলা হচ্ছে, আসলে সেটা ওরকম নয়। মামলার বাদীদের নিয়ে ছোট পরিসরে ওপেন হাউজ ডে করা হয়েছে। ঈদের পরে সকলকে নিয়ে বড় পরিসরে ওপেন হাউজ ডে করবে পুলিশ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2JmPiDj
June 09, 2018 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.