রাঁচি, ২২ জুনঃ ঝাড়খণ্ডের একটি গ্রামে সচেতনতামূলক কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন ৫ সমাজকর্মী। জানা গিয়েছে, রাঁচি থেকে ৫০ কিমি দূরত্বে খুন্টি জেলার কোচাংয়ে গিয়েছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার ১১ জনের একটি দল। সেখানে পথ নাটিকার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মানব পাচার সম্পর্কে সচেতন করাই ছিল তাঁদের লক্ষ্য। নাটক চলাকালীন হঠাত্ই বাইকে চেপে একদল দুষ্কৃতী এসে প্রথমে পুরুষদের ওপর হামলা চালায়। পরে বন্দুক দেখিয়ে মহিলাদের তুলে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাঁদের একটি জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা ধর্ষণের ভিডিয়ো করে ওই পাঁচ নির্যাতিতাকে ভয় দেখাত। বিষয়টি নিয়ে মুখ খুললে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তারা। হুমকির ভয়ে নির্যাতিতারা পুলিশের কাছে অভিযোগ জানাননি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে পুলিশ তদন্তে নামে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধর্ষকদের ধরার জন্যে তিনটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে মেডিকাল বোর্ড। ডাক্তারি পরীক্ষায় জানা গিয়েছে, ওই ৫ মহিলাকে ধর্ষণ করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tkJyjw
June 22, 2018 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন