আহমেদাবাদ, ১ জুনঃ রাবণ নয়, সীতাকে অপহরণ করেছিলেন স্বয়ং তাঁর স্বামী রাম! এমন কথাই লেখা রয়েছে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের পাঠ্যপুস্তকে। এখানে স্কুল পড়ুয়াদের সংস্কৃত বইতে বলা হয়েছে, রাম অপহরণ করেছিলেন সীতাকে!
বইটির নাম সংস্কৃত সাহিত্য এক পরিচয়। দ্বাদশ শ্রেণির এই বইয়ের ১০৬ নম্বর পাতায় লেখা রয়েছে, রামায়ণে কবি রামের ছবি অত্যন্ত মনোমুগ্ধকরভাবে তুলে ধরেছেন। হৃদয় ছুঁয়ে যায় সেই বর্ণনায়, যেখানে রামের হাতে সীতার অপহরণের কথা লক্ষণ এসে জানাচ্ছেন রামকে। শুধু এই একটাই যে ভুল আছে তা নয়, এই বইতে আরও বেশ কয়েকটি শব্দের ভুল ব্যবহার করা হয়েছে।
গুজরাট স্টেট বোর্ড অফ টেক্সট বুকস-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট নীতিন পৈঠানি প্রথমে দাবি করেন, এ ব্যাপারে কিছু তাঁর জানা নেই। পরে অবশ্য স্বীকার করে নেন, ভুল হয়েছে। অনুবাদের সময় শব্দ এদিক ওদিক হয়ে যাওয়ার ফলে গন্ডগোল হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর ফলে সীতা হরণে রাবণের জায়গায় রামের নাম ছেপে গিয়েছে। তবে গুজরাটি মাধ্যমের ছাত্রছাত্রীরা ঠিক লেখাই পড়ছে বলে তিনি দাবি করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xytv64
June 01, 2018 at 05:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন