কলকাতা, ১৪ জুন- পশ্চিমবঙ্গে বিবাহিত সরকারি কর্মীরা আগামী ১৯ জুন জামাইষষ্ঠী উপলক্ষে সরকারের পক্ষ থেকে অর্ধদিবস ছুটি উপহার পাচ্ছেন। ২০১৩ সাল থেকে মমতা বন্দোপাধ্যায়ের সরকার বিবাহিত কর্মীদের জামাইষষ্ঠীর দিন আধবেলা করে ছুটি দিয়ে আসছে। খবর এনডিটিভির। পশ্চিমবঙ্গ অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে, আগামী ১৯ জুন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারের অধীনে সব শহুরে ও গ্রামীণ প্রতিষ্ঠান, কর্পোরেশন, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের অফিস দুপুর দুইটায় ছুটি হয়ে যাবে। আরও পড়ুন: সম্পর্কের করুণ পরিণতি, ফেসবুক লাইভে এসে প্রেমিকার আত্মহত্যা! তবে ব্যতিক্রমও আছে। স্টাম্প রেভেনিউর কালেক্টরের অফিস, নিবন্ধন কর্মকর্তার অফিস, কলকাতা ও রাজ্যের স্টেট বেভারেজেস কর্পোরেশনের অফিস পূর্ণদিবস খোলা থাকবে। ওইসব অফিসের কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না। তথ্যসূত্র: সমকাল আরএস/০৯:০০/ ১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2l6Nkbu
June 14, 2018 at 08:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন